প্যারিসে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
প্যারিস, ২৯ জুলাই:
লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার মায়ের আশু রোগমুক্তি কামনায় প্যারিসে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৮টায় প্যারিসের অভারভিলিয়ের লিগ্যাল এইড ফ্রান্সের হলরুমে এ আয়োজন হয়। এতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ের খতিব মাওলানা নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের প্রধান খাদিম সালেহ আহমেদ চৌধুরী, লিগ্যাল এইডের ভাইস প্রেসিডেন্ট আজহারুল হক মিন্টু, আব্দুল মালিক মানিক, শামীম মুহাম্মদ মোল্লাহ, মুফতি হাবিবুর রহমান, মাওলানা জিল্লুর রহমান, হাফেজ সাইফ, খতিব আব্দুস শহীদ, হাফেজ ওয়াহিদ, হাফিজ দুলায়েৎ প্রমুখ।
দোয়া শেষে সকলে আজাদ মিয়ার মায়ের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করেন ।